বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
টিনের চালের ঘরে,
খোকা খুকি নাচছে দ্যাখো
জানালার কাঠ ধরে।
বৃষ্টি পড়ে ঝাপুর ঝুপুর
ভর দুপুরের বেলা,
আকাশেতে নিকষ কালো
কত মেঘের মেলা।
বৃষ্টি পড়ে খোলা মাঠে
মুক্তার মতো সাদা,
মেঠোপথের রাস্তা ঘাটে
জেগে ওঠে কাঁদা।
বৃষ্টি পড়ে নদীর জলে
ধোঁয়ার মতো সাজে,
রুই কাতলা বোয়াল মাছের
খুশির বাজনা বাজে।