বাংলার পটভূমি
শূন্যতার অপার সাগরের তীরে দাঁড়িয়ে
বাংলার চিরায়ত পটভূমির খনি।
প্রাবল্য ঢেউ এক নিমিষে মুছে দিয়ে যাক
পরাধীনতার সমস্ত আত্ন-গ্লানি।
স্তম্ভিত নীল আকাশের পাদদেশে ভাসে
মুক্তিযুদ্ধের অজস্র বিরহী স্মৃতি।
মৃত্যুর বুলেট কমাতে পারেনি স্বদেশ প্রেম
ইতিহাস গাই তাদের জয়-গীতি।
দমকা হাওয়া প্রাণের সুগন্ধ বয়ে বেড়ায়
রক্তচুষে অঙ্কুরিত মাঠের বীজ।
রাজপথে গুঞ্জে ত্যাগের মহিমান্বিত ধ্বনি
দেয়নি পরহস্তে পতাকার লীজ।
দেয়ালে খচিত হৃদয়ে গাঁথা মুজিব নাম
অমরত্বের সাক্ষী কর্মেই প্রমাণ।
হাটে-বাজারে, মাঠে-ঘাটে কবিতা গান
শহিদের অবিস্মরণীয় অবদান।
বৃষ্টির ধারায় সম্ব্রম হারানো আহাজারি
উদ্বেলিত শোকে কাতর বঙ্গবাসী।
বিনম্র শ্রদ্ধায় ঝুঁকে তাদের স্মরে নীরবে
চোখেমুখে ফোটে বিজয়ের হাসি।