নীরব টান
পৃথিবীর শরীর জুড়ে যখন রাতের চাদর ঢাকা
রাত্রের বুকে তখন দিনের আলো গোপনে আঁকা,
সময় যেন পানসে পানসে লাগে উত্তপ্ত সূর্য ছাড়া,
রাত্রির ঘোমড়া মুখ,শূন্য হৃদয় বড্ড দিশেহারা।
জোছনাদের পায়চারী রাত্রীর আঙিনা জুড়ে
তবু কিসের যেন নীরব টান ভেসে আসে সুরে,
নক্ষত্রের রঙিন মেলায় ঝলমল করে রাত্রীর বুক
মনটা যেন ফাঁকা ফাঁকা কোথাও নেই সুখ।
প্রভাতে সূর্য সারথি যখন উত্তপ্ত জৌলুস ছড়ায়
রঙিন আলোয় আলোয় হৃদয় উঠোন ভরায়,
ফ্যাকাসে মনে অঙ্কুরিত হয় সুখের অজস্র চারা
কেন হৃদয় অরণ্য শূন্য শূন্য লাগে তাকে ছাড়া?