Skip to content

ঈদ আসিবে

ঈদ আসিবে

তিরিশ দিনের রোজা শেষে 
ঈদ উল ফিতর আয়,
নানান রঙের, রঙিন পোশাক 
থাকবে সবার গায়।

মসজিদের সব কোনায় কোনায়
মুসল্লিদের আনাগোনা,
নামাজ শেষে কোলাকুলি 
হইবে সবার জানা শোনা। 

ধনী-গরীব সবাই মিলে
মেতে উঠে উল্লাসে,
বছর ঘুরে রোজা শেষে 
আনন্দের এই ঈদ আসে।

ঈদ আসিবে, ঈদ আসিবে
রমজানের এই পরে,
হৈ-হুল্লোড় ও ঘুরাঘুরি 
করিবো মন ভরে।