ঈদ আসিবে
তিরিশ দিনের রোজা শেষে
ঈদ উল ফিতর আয়,
নানান রঙের, রঙিন পোশাক
থাকবে সবার গায়।
মসজিদের সব কোনায় কোনায়
মুসল্লিদের আনাগোনা,
নামাজ শেষে কোলাকুলি
হইবে সবার জানা শোনা।
ধনী-গরীব সবাই মিলে
মেতে উঠে উল্লাসে,
বছর ঘুরে রোজা শেষে
আনন্দের এই ঈদ আসে।
ঈদ আসিবে, ঈদ আসিবে
রমজানের এই পরে,
হৈ-হুল্লোড় ও ঘুরাঘুরি
করিবো মন ভরে।