Skip to content

২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পড়ে ভীষণ বৃষ্টি

কী অপরূপ দেখতে লাগে!
বৃষ্টি যখন পড়ে
উল্লাসে বুক ভরে
শোঁ শোঁ আওয়াজ চারদিকে
বদ্ধ আমি ঘরে ।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
কাশ কদমের বনে
খুশির আমেজ মনে
গল্প-আড্ডা ভালো জমে
আপনজনদের সনে ।

টিনের চালে বৃষ্টি পড়ে
শব্দ শুনি কানে
মন বাহিরে টানে
রই তাকিয়ে বৃষ্টি ভেজা
মেঠো পথের পানে ।

বৃষ্টি এলে বাংলা আমার
কী চমৎকার সাজে
মন বসেনা কাজে
ইচ্ছে করে যাই হারিয়ে
ওই যে বৃষ্টির মাঝে‌ ।

ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ ডাকে খুব
পড়ে ভীষণ বৃষ্টি
দেই বাহিরে দৃষ্টি
বাংলা মায়ের রূপ দেখে ভাই
মনে শান্তির সৃষ্টি ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ