Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বসন্তরা অপেক্ষায়

মনের গহীন বনে তুমি অচেনা গাছের মতো
ধীরে ধীরে বেড়ে উঠো বৃক্ষ হয়ে উঠো রীতিমতো
হৃদয়ের মাটি থেকে আবেগের পুষ্টিজল শুষে 
শিকড় ছড়িয়ে যাও গভীর থেকে গভীরে বৃক্ষে।

 

মনের গহীন বনে অচেনা ফুল ফুটিয়ে যাও
মাতোয়ারা গন্ধ তার মুহু মুহু সুবাস ছড়াও
ফাগুনের গুনগুনে পাপড়িরা ঝরে যায় ফুটে
বসন্তরা অপেক্ষায়, চুমু দেয় বেদনার ঠোটে!

 

তবু অপেক্ষায় থাকি, তোমার হৃদয়ের আকাশে
মেঘগুলো ছুঁয়ে দেখি,গায়ে মাখি তোমার নীলাকাশ
অথচ তোমার পাথুরে হৃদয় দিন দিন তৈরি করে
অবহেলার বিশাল পাহাড়!

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ