মৃগনয়না
নিত্যদিন মিছিল আর আন্দোলন করে
এক অচেনা অতিথি পাখি,
শহরের অলিতে গলিতে পোস্টার আঁকে
আর মিষ্টি মধুর সুরে ডাকে,
মৃগনয়না! শুধু একবার চাও মোর পানে?
কত আপন ঐ জোড়া চোখ,
মোর হৃদপিণ্ড তাহা জানে।
লজ্জাবতী পাতার মত গুটিয়ে মুখ
মৃগনয়না শুধুই নীরবে হাসে,
বিরবিরিয়ে বলে ধুর বোকা
একপলকের দেখায় কেউ এত ভালোবাসে?
শুধু কি নয়নে নয়ন পরলেই হয় আপন?
হৃদয় দিয়ে সাজাতে হয় হৃদয় কানন।