হারিয়ে যাওয়া ছেলেবেলা
ছেলেবেলায় আদুল গায়ে ঘুড়ি উড়াতাম,
দুষ্টুমিতে সবার আগে ছিল আমার নাম।
পুকুর-নদী, খালে-বিলে সাঁতার কাটিতাম,
মন যেখানে চাইতো যেতাম না দেখে ডান-বাম।
সকাল-বিকাল সবাই মিলে লাটিম ঘুরাতাম,
ঝগড়াঝাঁটি করে প্রায়ই হতো যে বদনাম।
ঝড়ের দিনে বৃষ্টি ভিজে আমও কুড়াতাম,
গরুর গাড়ি চড়ে কত দেখছি ঘুরে গ্রাম।
কতজনের গাছের ফুল ও ফল করিতাম চুরি,
ধরা খাওয়ার নজির চোখে ভাসছে ভুরিভুরি।
পাখির ছানা চুরি করে এনেছি বারবার,
শখ করে তা পোষ মানানোর চলিতো কারবার।
মা ও বাবার শাসন-বারণ শুনেছি খুব কম,
স্কুল পালিয়ে খেলাধুলা চলিত হরদম।
সোনালী সেই স্মৃতি পিছু ডাকছে বারেবার,
হারিয়ে যাওয়া ছেলেবেলা পাই না খোঁজে আর।