ভালোবাসি
ভালোবাসি খুব বেশি
বাংলার মাটি
ভালোবাসি এই দেশ
খুব পরিপাটি।
ভালোবাসি ধানক্ষেত
অপরূপ লাগে
পাখিদের ডাক শুনে
মনে সুখ জাগে।
কৃষকের মুখে দেখি
হাসি আর হাসি
জেলেদের মাছ ধরা
কত ভালোবাসি।
ভালোবাসি ফুলবন
ছড়ায় যে ঘ্রাণ
নীলাকাশ দেখে ভাই
জুড়ায় যে প্রাণ।
বাংলার মেঠোপথ
ভালো লাগে বেশ
বারবার বলে যাই
ভালোবাসি দেশ।
অনন্যা/এসএএস