আঁধারের প্রহেলিকা
চারিদিকে আলো তবু আঁধারের নগ্নতা
বিশ্বাসের নাট্যমঞ্চে অবিশ্বাসের নগ্নতা।
সভ্যতার কোমর ধরে তা-ধিন তা-ধিন নাচে
মদিরার কুটচালে আদিম যুগের নগ্নতা।
নির্লজ্জ এ্যানাকোন্ডার চোখে মাংসের ক্ষুধা
চেটেপুটে খায় রক্তের শেষ চিহ্নটুকু।
অদেখা কুয়াচ্ছন্ন দিগন্তের ওপারে
জীবনকে বিরতিহীন টেনে নেয়া যায় না,
ওখানে লেখা হয় মানুষের বন্দি ও মুক্তি।
মানুষ কী সত্যিই ভুলে গেছে
ঘৃণা ও ভালোবাসার মধ্যে তফাৎ কতটুকু?
তফাৎ কতটুকু আলো ও আঁধারের মধ্যে?
আকাশ ও দিগন্ত মিশে থাকে এক পটে
তবু পার্থক্য গড়ে দেয় বিশাল শূন্যতা।
যে সময়কে ভালো কিছু উপঢৌকন দেয়
সময় তার জন্য লিখে যায় অমর কবিতা।