Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রঙ্গমঞ্চের নটরাজ

রঙ্গমঞ্চে নটরাজে পার্থিব জগতে সাজে
বিপ্লবীনি ছিল নদীমাতা;
গড়ায়ের পাড়ে তাই এই ব্যথা বলে যাই
শূন্যতে আজো পুণ্যের খাতা।

পঞ্চইন্দ্রে করি পাপ নাই কোনো অনুতাপ
ব্যভিচারে আপনারে রাখি,
দায়মুক্তি নাই প্রাণে মৃত্যুঞ্জয়ী ওই গানে
রোজ বেসামাল হয়ে থাকি।

শুনি মায়া মন্ত্রধ্বনি এ ধরা হীরের খনি
ভূমিদস্যু হয়ে সর্বগ্রাসী,
সাদাসিধে সাজি রোজ বোকাদের রাখি খোঁজ
আমি অহমিকা সর্বনাশী।

কর্ম করো ধর্মপথে আলো জ্বেলে দিশারথে
আত্মশুদ্ধি যুক্ত করে কাজে,
এই বাণী মিথ্যে বলে দিনমান যায় চলে
অস্তমিত হয় সূর্য সাঁঝে।

পাবো না রেহাই আমি এই কথা বড় দামি
বুঝেনা তবু অবুঝ মন,
নতশিরে কেন তাঁরে কুর্নিশেতে ডাকে নারে
খোঁজে ফিরে না সে সারাক্ষণ?

ফিরে এসো এই পথে আমি বলি কোনোমতে
দিন যায় এই দিন আসে,
প্রস্তর কঠিন হিয়া সরল পথেরে নিয়া
চলে যাবে ক্ষালিত আকাশে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ