জয়া আহসানের ফ্যাশন সেন্সে মুগ্ধ ফিল্মফেয়ার
অভিনেত্রী জয়া আহসান এপার ও ওপার বাংলায় সমান জনপ্রিয়। দক্ষ অভিনয়ের মাধ্যমে তিনি যেমন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্যও প্রশংসিত হয়েছেন। এছাড়া, সাজসজ্জা ও ফ্যাশনে তার অনন্য উপস্থিতি সবসময় মুগ্ধ করে ভক্তদের।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪-এর পঞ্চম আসরে অংশ নেন জয়া আহসান। এই আয়োজনে তাকে দেখা যায় বিশেষভাবে ডিজাইন করা একটি জামদানি শাড়িতে। এই শাড়িটি তৈরিতে সময় লেগেছে ছয় মাস, যা এক অসাধারণ নকশার উদাহরণ।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এই শাড়ি ও ফিল্মফেয়ার অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেন জয়া। ছবিগুলোতে তার পরা জামদানি শাড়ি ও এর অনন্য নকশা ভক্তদের বিশেষভাবে আকর্ষণ করে। শাড়িটির পরার ধরন এবং সাজসজ্জায় ফুটে ওঠে জয়ার নিজস্ব স্টাইল।
পোস্টে জয়া লেখেন, “সবসময় আমার সাজসজ্জার মাধ্যমে আমার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি। অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল একটু ভিন্নভাবে জামদানি শাড়ি পরার। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো একটি বড় মঞ্চে তা উপস্থাপন করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এখানে অনেক নামকরা শিল্পীর সঙ্গে দেখা হয়েছে। ফিল্মফেয়ারকে ধন্যবাদ, আমাকে এমন সুযোগ দেওয়ার জন্য।”
জয়ার এই পোস্টে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকেই তার সাজ ও শাড়ির প্রশংসা করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।