সিনেমায় হোক উদযাপন
দেশে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এই কয়দিনে। করোনার দ্বিতীয় ঢেউ আসায় এবারের ঈদেও থাকবে কঠোর নিষেধাজ্ঞা। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। বাইরে যাওয়া হবেনা, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হবেনা এবার। ঘরের ভিতরেই পালন করতে হবে ঈদ। এই সময়ে আপনার সঙ্গী হতে পারে কিছু সিনেমা। এই ছুটিতে সময় কাটাতে দেখে নিতে পারেন কিছু সিনেমা। এই ছুটিতে পরিবারসহ দেখে নিতে পারেন কিছু সিনেমা। এতে পরিবারের সাথেও সময় কাটানো হবে আবার সিনেমাও দেখা হবে। চলুন দেখে নেয়া যাক এমন কিছু সিনেমা যা আপনার সময়কে আরো উপভোগ্য করে তুলবে।
শিশুতোষ সিনেমা
আপনার পরিবারে যদি শিশু থাকে তাহলে দেখতে পারেন কিছু শিশুতোষ সিনেমা। তালিকায় রাখতে পারেন আজিজুর রহমানের ছুটির ঘণ্টা, বাদল রহমানের এমিলের গোয়েন্দা বাহিনী, মোরশেদুল ইসলামের দীপু নাম্বার টু ছবিগুলো। এ ছাড়া আরও বেশি দেখতে চাইলে এই নামগুলো থাকতে পারে—ডুমুরের ফুল, রামের সুমতি। ঘরে বসে দেখে ফেলতে পারেন হোম অ্যালোন ফ্র্যাঞ্চাইজি, ডিজনির ক্ল্যাসিক অ্যানিমেশনের ভেতর দ্য উইজার্ড অব ওজ, সায়েন্স ফিকশন আর ই টি দ্য এক্সট্রাটেরেসট্রিয়াল বা ম্যারি পপিনস। আবার পুরোনো দিনে ফিরে যেতে চাইলে দেখে নিন ইটস আ ওয়ান্ডারফুল লাইফ, মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট অথবা সান্তা ক্লজ। নিদেনপক্ষে ডিজনির পুরোনো লাইভ অ্যাকশন লাইব্রেরি থেকে বেছে নিতে পারেন ওল্ড ইয়েলার, ডেসপিকেবল মি, স্পাইডার ম্যান ইনটু দ্য স্পাইডার ভার্স।
ভ্রমণ বিষয়ক সিনেমা
ঘরের মধ্যে থেকেও বিশ্বের বিভিন্ন জায়গার স্বাদ নিতে দেখতে পারেন কিছু ভ্রমণ বিষয়ক সিনেমা। দেখতে পারেন দারু চিনি দ্বীপ, সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি, কাঞ্চনজঙ্ঘা সিনেমা। এছাড়াও দেখতে পারেন থেলমা অ্যান্ড লুইস, রোমান হলিডে, লিটল মিস সানশাইন, ইনটু দ্য ওয়াইল্ড, দ্য বাকেট লিস্ট সিনেমা গুলি। হিন্দির মধ্যে দেখতে পারেন কুইন, দিল চাহতা হ্যায়, হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, পিকু, হাইওয়ে।
ইতিহাস নিয়ে সিনেমা
আপনার যদি ইতিহাস ভিত্তিক সিনেমা পছন্দ হেয়ে থাকে তাহলে দেখে নিতে পারেন দ্যা পিয়ানিস্ট, সিন্ডল্যাস লিস্ট, টুয়েলভ ইয়ারস আ স্লেভ, ব্রেভহার্ট, ডাউনফল, অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাপোক্যালিপস নাউ, গুড মর্নিং ভিয়েতনাম এই সিনেমাগুলো দেখতে পারেন। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু সিনেমাও আছে যা দেখতে পারেন। এর মধ্যে শ্যামল ছায়া, গেরিলা, ওরা ১১ জন, ওরা ১১ জন, আমার বন্ধু রাশেদ, জয়যাত্রা।
রোমান্টিক সিনেমা
এই বন্ধে দেখতে পারেন কিছু রোমান্টিক সিনেমা। টাইটানিক দেখা না থাকলে দেখে নিতে পারেন এটি, আবার দেখা থাকলেও দেখতে পারেন আরেকবার। লাইফ ইজ বিউটিফুল, রোমিও অ্যান্ড জুলিয়েট, হোয়াইল ইউ ওয়ার স্লিপিং, এ ওয়াক টু রিমেম্বার, ফাইভ হান্ড্রেড ডেস অফ সামার, দ্য নোটবুক, দ্য লাস্ট সঙ, প্রিটি উওম্যান দেখে নিতে পারেন এখন। এছাড়াও কিছু হিন্দি সিনেমা দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, কেয়ামত সে কেয়ামত তক, বীর জারা,কুছ কুছ হোতা হ্যায়, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, অ্যায় দিল হ্যায় মুশকিল, বারফি দেখতে পারেন।
বিখ্যাত কিছু সিনেমা
এই সিনেমাগুলোর পাশাপাশি দেখে নিতে পারেন এমন কিছু সিনেমা যা স্মরণীয় হয়ে থাকবে আপনার জীবনে। এমন কিছু সিনেমা হলো দ্য শশ্যাংক রিডেম্পশন, টুয়েলভ অ্যাংরি মেন, ফাইট ক্লাব, পাল্প ফিকশন, দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি, ভার্টিগো, দ্যা ডার্ক নাইট। এগুলোর মধ্যে কোন সিনেমা দেখা না থকলে দেখে নিন এই বন্ধে। পছন্দের সিনেমা হলে দেখে নিতে পারেন আরেকবার। এই সিনেমাগুলোর মাধ্যমে একটি সুন্দর সময় পার করতে পারবেন ছুটিতে।