Skip to content

২১শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কারা হল বিজয়ী

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ বছরের উৎসবে উল্লেখযোগ্য অর্জনগুলো হলো:
চিলড্রেন ফিল্ম সেকশন
বাদল রহমান অ্যাওয়ার্ড পেয়েছে রাশিয়ার মিখাইল লুকাসেভিস্কি পরিচালিত “হয়্যার দ্য হোয়াইট ক্রেন্স ড্যান্স”।
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড
ফিলিপাইনের জসেলিতো আলটারেজোস নির্মিত “দ্য গার্ডিয়ান অব অনার”। ভারতের সৃজিত মুখার্জী পরিচালিত “পদাতিক” পেয়েছে বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড।
উইম্যান ফিল্মমেকার সেকশন
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে “মলডোভা” এবং রাশিয়ার যৌথ প্রযোজনা “নট জাস্ট অ্যানি ডে”।
বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জয় করেছে বুলগেরিয়ার মারিয়া ববেভা পরিচালিত “স্কারলেট”।
বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে ফ্রান্সের সারাহ মাল্লেগোল নির্মিত “কুম্ভা”।
বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড জয় করেছে আর্জেন্টিনা ও জার্মানির যৌথ প্রযোজনা “আওয়ার ওউন স্যাডো”, পরিচালনায় অগাস্টিনা জেভিয়ের।
স্পিরিচুয়াল ফিল্ম সেকশন
বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পায় পর্তুগালের লুইস কমপোজ পরিচালিত “মনটে ক্লেরিগো”।
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জয় করে ভারতের অভিলাষ শর্মা পরিচালিত “ইন দ্য নেম অব ফায়ার”।
বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে রাশিয়ার ইভান সসনিন পরিচালিত “দ্য এলিয়েন”।

বাংলাদেশ প্যানোরামা
সেকেন্ড রানারআপ
মোবারক হোসাইনের “পৈত্রিক ভিটা”।
ফার্স্ট রানারআপ
আসিফ হামিদের “ফুলেরা পোশাক পরে না”।
বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড
মনন মুনতাকার “আ লেজি নুন”।
বেস্ট ফুল-লেন্থ ফিল্ম
শঙ্খ দাসগুপ্তের “প্রিয় মালতী”।

এশিয়ান ফিল্ম কম্পিটিশন
বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ড
জাপানের তাকাতো নিশি ও নরিকো ইউয়াসা পরিচালিত “পারফর্মিং কাউরুস ফিউনারেল”।
বেস্ট সিনেমাটোগ্রাফি
তুরস্কের দিলসাত ক্যানান, সিনেমা “হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো”।
বেস্ট অ্যাক্ট্রেস
দিমান জানদি, ইরান-তাজিকিস্তানের “মেলোডি”।
বেস্ট অ্যাক্টর
রাইয়ান সার্লেক, ইরানের “সামার টাইম”।
বেস্ট ডিরেক্টর
চীনের হাউফেং জু ও জুনফেং জু, সিনেমা “১০০ ইয়র্ডস”।
বেস্ট ফিল্ম
উজবেকিস্তানের শকির খলিকোভ পরিচালিত “সানডে”।
এবারের উৎসবটি ৯ দিন ধরে ঢাকা শহরের পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র। চীন-বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপনে ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের প্রতি উৎসর্গ করা হয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ