সাইফিনার ঘরে নতুন অতিথি!
দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের জন্ম দিলেন বলিউডের হার্টথ্রোব অভিনেত্রী কারিনা কাপুর খান। খুশির জোয়ারে ভাসছে নবাব পরিবার।
মুম্বাইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে সন্তানের জন্ম দিয়েছেন কারিনা। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও সন্তান দু'জনই সুস্থ আছেন। গেল বছরের আগস্টে নতুন অতিথির আগমনের বার্তা দিয়েছিল সাইফ-কারিনা দম্পতি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এলো খুশির খবর।
গতকাল কারিনার বেবিবাম্প নিয়ে ফটোশুটের একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে নতুন করে ফটোশ্যুট করেন করিনা কাপুর। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী নিজেই।
নতুন অতিথির কোন ছবি এবং নাম এখনো প্রকাশ করেননি কারিনা কিংবা সাইফ। ২০১৬-তে প্রথমবার মা-বাবা হয়েছিলেন তারা। তাদের প্রথম সন্তান তৈমুরের জনপ্রিয়তা বলিউডের তাবড়-তাবড় সেলিব্রিটিদের থেকে কোন অংশে কম নয়। এবার যেন তৈমুরের জনপ্রিয়তায় ভাগ বসাতে চলে এসেছে নতুন সদস্য। জন্মের আগে থেকেই তাকে নিয়ে শুরু হয়ে গেছে শোরগোল ।