পৌরাণিক আত্মা
জীর্ণশীর্ণ কালোত্তীর্ণ হয়েছে মানব আত্মা
যুগের পরিক্রমায় বেজায় বেমানান বটে
খাপ খায়না আর আধুনিকতার বেড়াজালে
হৃদয় কুটিরে দুটি মাকড়শা জাল বুনে চলে।
ধূসরতায় বিবর্ণ মলিন হয়ে গেছে রঙিন রঙ
সেকেলে তকমাও যে এঁটে গেছে বহুদিন ধরে
অকেজো অনড় হয়ে ঠাঁই আস্তাবলে অযত্নে
কদর্যরূপ সৌন্দর্যে বড় মূল্যহীন আতিথেয়তা।
জঞ্জালের স্তূপে আবরিত আত্মা দুর্গন্ধ ছড়ায়
বাকি আজ শুধু নিষ্ঠুর অমোঘ বিধি-বিধানের
পৌড়ত্ব কভু বিলাসিতার নয় শুধু হা-হুতাশের
ধুঁকে ধুঁকে আগুয়ান পরলৌকিক জগৎ পানে।