Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বউ-শাশুড়ির দ্বন্দ্বে আজও কেন প্রাণ যায় নারীর!

যুগের পরিবর্তন হয়েছে। জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হয়েছে। কিন্তু কিছু স্বজনের মধ্যে দা-কুমড়া সম্পর্ক আজও বিদ্যমান। তার মধ্যে অন্যতম বউ-শাশুড়ির সম্পর্ক। এই সম্পর্কটি আজ অবধি বাঙালি সমাজে বেশ রহস্যময় সম্পর্ক। কে কাকে ছাপিয়ে যাবে তারই পায়তারা চলে সবসময়। একটি অদৃশ্য প্রতিহিংসা-প্রতিদ্বন্দ্বিতা চলে!

আবহমানকাল ধরে একটি সম্পর্ক বিশেষভাবে চিহ্নিত। সেটি বউ-শাশুড়ির সম্পর্ক। প্রকৃতপক্ষে বউ-শাশুড়ির সম্পর্ক খুব একটা নমনীয় নয়। বউ-শাশুড়ির সম্পর্কের কথা শুনলেই প্রথমেই যুদ্ধ যুদ্ধ একটা আবহ ভেসে ওঠে। কিন্তু বউ-শাশুড়ির দ্বন্দ্ব কেন! দুজনেই তো একটি পরিবারের সদস্য। দুজনের সম্মিলিত সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে একটি সুখের স্বর্গ। তবু কেন প্রতিনিয়ত এই সম্পর্কের ভালো দিকের চেয়ে মন্দ দিকই বেশি চোখে পড়ে!

কোনো পরিবারে বউ নমনীয়, তো শাশুড়ি খুবই রূঢ়। আবার কোনো পরিবারের পরিস্থিতি তার ঠিক বিপরীত। কিন্তু যেই সম্পর্কটি সবচেয়ে মধুর হওয়ার কথা, সেখানেই কেন এত গলদ চোখে পড়ে। সম্পর্কটি মধুর নাহলে কত জটিলতার সৃষ্টি হয়, সে বিষয়ে পাঠক মাত্রেই জানেন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা সব চলে যায়। বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে পরিবারের সদস্যদের।

জীবনের পরিবর্তন হলেও এ সম্পর্কের যে পরিবর্তন হয়নি বরং আরও নিম্নমুখী তা সমাজে ঘটে চলা ঘটনাগুলোই প্রমাণ করে। গণমাধ্যম বরাত উঠে আসা খবর অনুযায়ী জানা যায়, বউ-শাশুড়ির দ্বন্দ্বের জেরে প্রাণ গেছে এক নারীর। ঘটনাটি এরকম, স্কুলজীবন থেকে প্রেম। কলেজে এসে গভীর হয় সম্পর্ক। শুরুতে অমত থাকলেও পরে পারিবারিকভাবে বিয়ে হয় হালিমা আক্তারের (২০)। কিন্তু এরপরই শুরু হয় শাশুড়ির সঙ্গে দ্বন্দ্বের, যা গড়ায় সালিস পর্যন্ত। একপর্যায়ে শ্বশুরবাড়ি ছেড়ে স্বামীর সঙ্গে ওঠেন ভাড়া বাড়িতে। সেখানেই হাত–পা বেঁধে আগুন দেওয়া হয় হালিমার শরীরে। তাঁর সঙ্গে দগ্ধ হয় ছয় মাসের ছেলে জিসানও। কিন্তু কেনো আজও বউ-শাশুড়ির সম্পর্ক এত তিক্ত? কেন নারী হয়ে অন্য নারীর প্রতি এত বিদ্বেষ!

কারণ অনুসন্ধান করতে গেলে কিছু বিষয় সামনে আসে। বউ-শাশুড়ির দ্বন্দ্ব মূলত মনস্তাত্ত্বিক। প্রথমত, শাশুড়ির দিক থেকে তিনি ভাবতে থাকেন তার এতদিনের সংসার-সন্তান; সেখানে অন্য কেউ এসে প্রভাব বিস্তার করতেই পারবে না। দ্বিতীয়ত, বউ ভাবতে থাকে, কাবিন করে স্বামী তার করেছে, পরিবার-পরিজন ছেড়েছে, তাহলে রাজত্ব তো তারই! প্রধানত এই দুই মানসিকতায় দ্বন্দ্ব ঘোরতর হয়।

এছাড়া টুকিটাকি নানারকম পারিপার্শ্বিক ইস্যু তারা গড়ে তোলে। মাঝখান থেকে বিপদে পড়ে যায় পরিবারের পুরুষ সদস্যরা। বিশেষ করে স্বামীরা। শাশুড়ি প্রায় ২৫/৩০ বছর ধরে আপন রাজত্বে রাজ করেন। ফলে এটা তার স্বভাবজাত ক্ষমতা থাকেই। নিজের মতো করে সংসারটাকে আগলে রাখা, জিনিসপত্র, রান্নাবান্না সব বিষয়ে সাধারণত তার একচ্ছত্র আধিপত্য চলে। ফলে শাশুড়ি কোনোভাবেই নিজের অবস্থানের ভিন্নতা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না। তাই ঘরে ছেলের বউ এলে শাশুড়ির সঙ্গে মনোমালিন্য বেশি তৈরি হয়। কারণ শাশুড়ি যেভাবে রান্না করেন, ঘরটা গুছিয়ে রাখেন, ছেলেকে শাসনে রাখতে পারেন, সেটা অন্যের ঘরের মেয়ে আসার পারেন না। ফলে স্বাভাবিক জীবনযাপনে যে ছন্দপতন, তাই পরবর্তী সময়ে দ্বন্দ্বে রূপ নেয়।

এক্ষেত্রে শাশুড়ির মনে ধীরে ধীরে বউমার প্রতি কোমল ও মায়া-মমতার সৃষ্টি না হয়ে বরং উল্টোটা ঘটে। আবার অনেক শাশুড়ির মধ্যে এটাও লক্ষণীয়, তিনি তার বউ হয়ে আসার কালটা স্মরণ করিয়ে বউমার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। তিনি যখন নতুন বউ হয়ে এসেছিলেন, তখন শাশুড়ি তাকে কতটা শাসনে রেখেছিলেন, কী কী তিনি নিজের মর্জি মতো করতে পারেননি, সেটাও বউমাকে কন্ট্রোলে রেখে নিজের না পাওয়ার প্রতিশোধ নেন। তাই দ্বন্দ্ব কমে না। বরং বাড়তে থাকে। বউ ও শাশুড়ির দ্বন্দ্ব তাই ঘোরতর হয়। আবার ছেলের প্রতি মায়ের যে আদর-আহ্লাদ-শাসনের ছেদ পড়ে, সেটাও বেশিরভাগ মা মেনে নিতে পারেন না।

সব শাশুড়ির কমন একটা ধারণা, সমাজে প্রচলিত বিয়ের পর ছেলে বউয়ের আঁচলে বাঁধা পড়ে যায়। বউয়ের কথায় উঠে-বসে! এক্ষেত্রে মায়ের দিক থেকে যতটা জটিল মনস্তত্ত্ব কাজ করে, অন্যদিকে বউও ততটা নিজের কব্জায় আনতে উঠেপড়ে লাগে। গৃহিণী হলে বউয়ের কর্তৃত্ব একরকম থাকে, আর চাকরিজীবী হলে আরেক রকম। গৃহিণী বউমা যেহেতু সবসময় শাশুড়ির নজরদারিতে থাকে, সেহেতু তার প্রতিটি স্টেপ শাশুড়ি আত্মস্থ করে। ঠিক বউমাও তাই। দুজনের আচার-আচরণ সবই। তবে এক্ষেত্রে দুজন যতটা নিজেদের বোঝে, তত উল্টো পথে চলতে শুরু করে। হয়তো শাশুড়ি তরকারি রান্না হলে তেলটা কম দেন, পেঁয়াজ কম দিতে চেষ্টা করেন কিন্তু বউমা সেই পথ অনুসরণ করেন না। তিনি তার নিজের মর্জি অনুসারে চলেন। কারণ মেয়েরা যেহেতু পরের ঘরের সম্পদ, তাই বাবা-মা একটু বেশি আদরে-আহ্লাদে মানুষ করেন। কিন্তু বউমার এই আচরণ তিনি শাশুড়ির কাছেও আশা করেন। আবার শাশুড়ি যেভাবে ঘরটা নিজের মতো গুছিয়ে রাখে বউমা হয়তো উল্টো করলেন বা একটু ভিন্ন করলেন। কারণ দুটি মানুষ ভিন্ন। তাদের রুচি ভিন্ন। কালটাও ভিন্ন। তাই রুচি-সময় অনুযায়ী কিছুটা ভিন্ন হবে, এমনটাই স্বাভাবিক।

কিন্তু এই স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে তোলাই বউ-শাশুড়ির দ্বন্দ্বে রূপ নেয়। শাশুড়ি যেমন তার সংসার-সন্তানকে বউমা আসার আগের মতোই বহাল তবিয়তে দেখতে চান, ঠিক বউমাও নতুন সংসারকে নিজের মনের মাধুরী মিশিয়ে গুছিয়ে নিতে চান। তিল তিল করে তিনিও চান তার নিজের সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিতে। এক্ষেত্রে বউমার মনস্তত্ত্ব শাশুড়ির সঙ্গে কোনো অংশেই মেলে না। কারণ বউমা হয়তো ছেলের টাকাকে শুধু নিজের অংশ ভেবে সবকিছু নিজের মতো গোছাতে চেষ্টা করেন। কিন্তু শাশুড়ি চান, ছেলে মানুষ করেছেন, তাই টাকা উপার্জন করলেও সেটা যতদিন তারা বেঁচে থাকবেন, ততদিন তাদের সংসার অর্থাৎ আরও ভাই-বোন থাকলে সবাইকে মিলে সে টাকার ব্যবহার হবে।

ফলে দ্বন্দ্ব আবারও হয়ে পড়ে ঘোরতর। কিন্তু বউমা ভাবেন নিজের স্বামী, নিজের টাকা; তাই সব নিজের মতো করেই আয়-ব্যয় হবে। শাশুড়ি-বউয়ের মনস্তাত্ত্বিক এই দ্বন্দ্ব প্রায় বাঙালি ঘরেরই চিত্র। কিছুটা হয়তো ব্যতিক্রম আছে।

বউ-শাশুড়ির দ্বন্দ্ব থেকে সংসারে তৈরি হয় অশান্তি। কিন্তু একটি বার যদি একে অন্যকে বোঝার সুযোগ তৈরি করে দেওয়া যায়, তবে বিষয়টা মধুর হয়ে উঠবে। বউ-শাশুড়ির এই বিষাদময় সম্পর্ক মধুর সম্পর্কে রূপ নেবে। প্রত্যেকটি মানুষ ভিন্ন। তার রুচি-চাহিদা-আচার-আচরণ-বেড়ে ওঠার সংস্কৃতি ভিন্ন। কেউ তরকারিতে ঝাল কম খাবে, কেউ বেশি, কেউ ঘুরতে পছন্দ করে, কেউ একা ঘরে বন্দি হয়ে জীবন কাটাতে পছন্দ করে। মানুষের সঙ্গ ভালো লাগে না। এই বিচিত্র স্বভাবের মানুষের জগতে তাই একমাত্র যে যেমন তাকে সেভাবেই গ্রহণ করা উচিত। তাকে সুযোগ করে দেওয়া উচিত নিজের মতো বাঁচার৷ তবে প্রসঙ্গ যেহেতু বউ-শাশুড়ি তারা তো ভিন্ন মত-পথের হবেন এটাই স্বাভাবিক। তাই দুজনকেই ছাড় দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বউমাকে শাশুড়ির ভালো-মন্দ সম্পর্কে একটু তীক্ষ্ণ নজর রাখতে হবে। কারণ বউমা যখন মেয়ে ছিলেন ঠিক তখন নিজের বাবা-মায়ের মতো অনুসারে কিন্তু জীবন পরিচালনা করেছেন।

তাহলে শ্বশুর-শাশুড়ি তারা তো আরও দূরের। জীবনযাপনের বিষয়টাও তাই তাদের অনুসারে করা উচিত। এক্ষেত্রে একে -অন্যের মতকে গুরুত্ব দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এটা যে শুধু পরিবারে এমনটা নয় বরং একটি নতুন চাকরি, একটি নতুন প্ল্যাটফর্মে নিজেকেই উদ্যোগ নিতে হয়, তাদের মতো হয়ে গড়ে ওঠার জন্য। যেহেতু বাইরে কাজের তাগিদে আমরা তাদের মতো হয়ে উঠি, সেই নিয়ম পালন করে জীবনযাপন করি, তবে পরিবারের শান্তির জন্য কেন নয়! কয়েক ঘণ্টার জন্য যদি কর্মস্থলে রুটিন বেইজড লাইফ লিড করতে পারি, তবে সুন্দরভাবে বেঁচে থাকার সংসার জীবনে কেন নয়?

শাশুড়ি-বউয়ের একে অন্যকে বুঝতে হবে, সে অনুযায়ী পরস্পর কিছু ছাড় দিয়েই জীবন পরিচালনা করতে হবে। কারণ মানুষ একে অন্যের থেকে আলাদা হবেই। তাই শতভাগ কখনোই মিল আশা করা বোকামি। তবে পরস্পর সহযোগিতায় ভালো সম্পর্ক গড়ে তোলা সম্ভব। হালিমারা যেন কোনভাবেই আর অকালে প্রাণ না হারায় সেলক্ষে মানবিক সমাজ গড়ে তুলতে হবে। বিশেষ করে শাশুড়িদের নমনীয় হওয়া আবশ্যক। মনে রাখতে হবে, তিনিও একদিন একই পথের পথিক ছিলেন। আবার বউমাকেও ঠিক এমনটাই মাথায় রাখতে হবে। প্রকৃতার্থে প্রতিহিংসা বা প্রতিদ্বন্দ্বিতা বাদ দিয়ে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য দিয়ে সংসার গড়ে তোলার ব্রত গ্রহণ করতে হবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ