বইমেলা
জ্ঞানের আলো জ্বলছে দ্যাখো
বইমেলার অই মাঠে,
খোকা খুকি অনেক খুশি
আনন্দে দিন কাটে।
নতুন বইয়ের গন্ধ ছড়ায়
হাওয়ার আগে ভাগে,
বই প্রেমিরা ছুটছে সেদিক
যেমন রবি জাগে।
ছড়ায় ছড়ায় দিনটা গড়ায়
খোকা খুকির ভাইরে,
লেখক পাঠক দলে দলে
আজকে মেলায় যাইরে।
লেখক খুশি পাঠক খুশি
নতুন কতো বই,
বই যে হলো জাতি গড়ার
উন্নতির এক মই।