বাঁকা চাঁদ
ধনুকের মতো বাঁকা চাঁদ ওঠে ফের
ঘরে ঘরে খুশি তাই লেগেছে ঈদের
ঈদের নামায শেষে হাতে রেখে হাত
বুকে বুকে বুক ঘেঁষে হবে মোলাকাত।
হিংসা ও বিদ্বেষ দুই পায়ে দলে
নত হই গুণীদের পাক পদতলে
ভালোবেসে ছোটদের টেনে নেই বুকে
নিজের খাবার দেবো পিড়িতের মুখে।
সকলেই একসাথে মিলেমিশে থাকি
নিঃস্বের হাত দু’টো সদা ধরে রাখি।
অনন্যা/এসএএস