Skip to content

২০শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | সোমবার | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পয়লা ফাগুন

মাঘের শেষে ফাগুন এসে
হাসছে মিটিমিটি,
অশ্রু চোখে মা ছেলেকে
লিখছে করুণ চিঠি।

গাছে গাছে মিষ্টি করে
হাসছে রঙিন ফুলে,
বাসন্তীরং শাড়ি পরে
যায় কে হেলেদুলে!

শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া
ফুটছে গাছের ডালে,
কোকিল-পাখি কুহু কুহু
ডাকছে সুরে-তালে।

ফাগুন এসে নতুন সাজে
রাঙাচ্ছে ধরণী,
পয়লা ফাগুন মেলার মাঠে
যাচ্ছে গরীব-ধনী।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ