Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আমার চোখে তোমার পৃথিবী

প্রতিনিয়ত অগ্নুৎপাত হয়-
পুড়ে ছারখার হয় সময়।
শৃঙ্গের হাসিটা অসহ্য লাগে
সুখ টুকু বিষ ছড়ায় ব্যর্থের জালে
দায়ী হয় প্রবাহিত নির্মল বাতাস।

আমার চোখে-
তোমার পৃথিবীর অনবরত কান্না দেখি
নিরবে দগ্ধ হয়েও তৃপ্তির ঢেঁকুর তুলি।
চরিত্রটা হয়ে গেছে প্রেতাত্মার!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ