রঙ পেন্সিল
বিলের ধারে শাপলা ফোটে
চেয়ে দেখ অই
কঙ্কামণি বই ফেলে
ঘুরতে গেছে কই?
বইয়ের পাতা উল্টায় শুধু
পড়া লেখা নাই
মা কাছে এলে শুধু
বায়না ধরে তাই।
পড়া লেখা লাগেনা ভালো
ছবি আঁকতে চাই
দাও এনে তুমি আমার
রঙিন পেন্সিলটাই।
আতিক এ রহিম প্রকাশ:
বিলের ধারে শাপলা ফোটে
চেয়ে দেখ অই
কঙ্কামণি বই ফেলে
ঘুরতে গেছে কই?
বইয়ের পাতা উল্টায় শুধু
পড়া লেখা নাই
মা কাছে এলে শুধু
বায়না ধরে তাই।
পড়া লেখা লাগেনা ভালো
ছবি আঁকতে চাই
দাও এনে তুমি আমার
রঙিন পেন্সিলটাই।