প্রাণের ভাষা
আমি মাতৃভাষা ভালোবাসি
মাগো,তোমার মুখের হাসি।
কত সংগ্রাম, অত্যাচার
সয়ে গেছো তুমি।
ভাষা আমার প্রাণের ভাষা
বাংলা ভাষাতে তুমি।
মাতৃভাষার বন্ধনেতে…
তোমায় খুঁজে পেয়েছি আমি।
শব্দ,বর্ণ হাসছে দেখো
আমরা মাতৃভাষাতে বাঁচি।
বাংলা আমাদের শত শত গর্ব
সম্প্রীতির রবীন্দ্র-নজরুল বাণীতে চলি।