Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গ্রামের শোভা

আমাদের গ্রামখানি সবুজের ঘর
নদী বয় কুলকুল উছল অঝর!

শহরের ছোঁয়া আছে এখন গায়ে
ঝিরিঝিরি সুখ ছোঁয়া দখিন বায়ে!

হলুদ ধানের মাঠ সাজ সাজ রব
পাখিদের ডাকাডাকি মৃদু কলরব!

ছোট বড় শাঁখে দোলে কাঁচা পাকা আম
অপরূপা সুন্দরী আমাদের গ্রাম!

কৃষকের ভালোলাগা ফসলের ঘ্রাণ
ফুল ফল ফসলে জুড়ায় এ প্রাণ!

পিচঢালা পথ আছে, আছে কাঁদামাটি
বাংলার রূপ রস গ্রাম আজো খাঁটি!

বৃক্ষের ছায়া আহা শীতল পরশ
গ্রামে থাকি ছবি আঁকি শ্যামল সরস!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ