ঋতুকন্যা হেমন্ত
হিম কুয়াশার পালে ভেসে
হেমন্ত আসে বঙ্গে,
আলতো করে শীতল বায়ু
দোলা দেয় অঙ্গে।
ঋতুকন্যা হেমন্ত আনে
নবান্নের নব ছন্দ,
গাঁও গ্রামে ভেসে বেড়ায়
পিঠা পুলির গন্ধ।
চাষির দুচোখ ভরে ওঠে
সোনার পাকা ধানে,
পাখপাখালির উড়াউড়ি
মধুর গানে গানে।
হেমন্ত হলো ঋতুর সেরা
কৃষাণী হেসে বলে,
সোনার ফসল ঘরে দিয়ে
নীরবে যায় চলে।