উদ্বাস্তু
খাবারের লাইনে দাঁড়িয়ে ছিলাম
মুখের সামনে থেকে, ছোঁ মেরে তুলে নিয়ে গিয়েছে কাক
সুযোগে আমিও ছিনিয়ে নিয়েছি
কত জনের কত মুখের গ্রাস, কত রাগ।
পেটে যে তীব্র খিদে, ধুঁকে ধুঁকে মরার যন্ত্রণা
মানুষ তো ছিলাম আমরা, অকেজো যন্ত্র না
যন্ত্রের মতো মিলিটারির গাড়ি, দিনে রাতে এসেছে ঘর্ঘর
খাবার পাওয়ার আশায়, ছুটে ছুটে গেছি
গুলি খেয়ে, মরেছি এরপর।
অনন্যা/এসএএস