সিঁদুর খেলা

বাজবে ঘণ্টা বাজবে ঢাক
দুর্গা মায়ের বিদায়বেলা
নারীরা খেলবে সিঁদুর খেলা
ভাঙবে খুশির মিলনমেলা ,
মা যাবে যে স্বামীর বাড়ি
আসবে আবার বছর ঘুরে
অসুর বধের অস্ত্র নিয়ে
মা আসবেন সবার ঘরে,
বিদায় বেলা সিঁদুর খেলা
নয়ন জুড়ে অশ্রু ঝড়ে
সুখ তবুও মনের কোণে
আসবে মা যে বছর পরে ।