Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মাস্টারমশাই

একটি কবিতা প্রণাম হয়ে চরণ ছোঁবে বলে
কুয়াশা ভেজা শিউলি যেমন সাজায় বর্ণমালা 

মাথার ওপর কোমল দু'হাত, নিবিড় প্রশান্তি
বুকের জ্বালা জুড়িয়ে দেয়, শূন্য রাতের প্রহর। 

 

যেমন থাকে জলের সাঁকো, জ্যোৎস্না টানা দড়ি
যেমন চলে তোমার আমার, স্নায়ুর বালিঘড়ি

মরুভূমির উটের পিঠে, গুটিগুটি পায়ে চাঁদ 
মশারির মতো টাঙিয়ে নেবো, মায়া ঢাকা শহর। 

 

ছায়া তোমার প্রাণের ভিতর, যোজন যোজন ক্রোশ
দূরত্ব ঠিক কমিয়ে আনে, আঁধার পৃথিবীতে

কূপিবাতির পাঠশালায়, তুমি শঙ্খ ঘোষ
পথহারাদের চিরকালই পথ দেখাতে এলে। 

 
 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ