Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতার চেতনা

কবিতা তোমার চেতনা আমারে 
ব্যাকুল করছে রোজ,
স্বাধীন শব্দ বিন্যাসে বাধা 
রাখো'নি তুমি সে খোঁজ!

চাঁদের আলোর ভিতরে ভাসছে
কবিতা তোমার মুখ,
প্রকৃতি আমারে উদাসিত করে
সতত পাই কি সুখ! 

নক্ষত্রেরা করে চলাফেরা
গভীর রাত্রি কালে, 
আমি একা মাঝি নৌকা চলছে 
বাতাস ধরেছে পালে। 

কলম আঁচড়ে লিখছি কবিতা 
যদি আসে সফলতা, 
প্রতিকূলতার মাঝে কতো শত 
দুঃখ সুখের কথা। 

যেখানে হিংসা বিদ্বেষ আর 
অহমিকা রূপ হয়,  
নিত্য লিখছি করছি আমার  
জীবনীশক্তি ক্ষয়। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ