Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিলম্ব

কত কথা বলার ছিল
অধরাতেই রাখলে বাকি সব,
কেন যে বলতে দিলে না!
সবটাতো হয়নি জানা আজও
মনের ভিতর জমলো কথার ভিড়,
কেন যে জানতে দিলে না!
চোখের জোয়ার বইছে মনের ভেতর
জলের ফোঁটা জমলো চোখের কোণে,
কেন যে কাঁদতে দিলে না!
কত কথার শব্দমালা
সুর পেয়েছে নতুন রাগে,
কেন যে গাইতে দিলে না!
কত কথা ভাবছ নিশিদিন
জোর করেই রাখছো গোপনে,
কেন যে বুঝতে দিলে না!
ভালোবাসা অনেক ছিল দেবার
কেন যে ভালবাসতে দিলে না!
তুমিও ভালোবাসলে না যে আর,
ভালোবাসলে না, ভালোবাসতেও দিলে না!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ