Skip to content

২০শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৭ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

এসো ঘর বাঁধি

সময়ের গতিপথে চলছে সময়
তাতে কারো খেদ নেই, না থাকাই ভালো;
কেবল তুমি ও আমি ছিলাম তখনো
এখনো রয়েছি বেশ ভালোবাসা নিয়ে
গল্পে-আড্ডায়, তোমার আমি হয়ে যাই
কিংবা তুমিই আমার গোপন কাহিনী,
তোমার কোমল স্পর্শ শিহরণ তুলে
মনের গহীন কোণে হাসে ফুলে-ফলে।

এসো দ্বিধাহীন মনে, এসো ঘর বাঁধি
সভ্যতার দৃশ্যহীন সবুজ অরণ্যে,
বাতাসের সাথে উড়ি যুক্ত কলেবরে
ভালোবাসি দিগন্তের প্রেমের আকাশ;
চারপাশে যাই হোক, ফাটুক না হয়
অশ্লীল বোমার দেহ, জানবো না কেউ।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ