হৃদয়ে ফেব্রুয়ারি
বাহান্ন দেখিনি,
কিন্তু আজও গন্ধ পাচ্ছি শহীদদের রক্তের।
যাদের স্লোগানে ভেসে আসতো
বারুদের আওয়াজ।
রাজ পথ কম্পিত হতো ভূমিকম্প বেগে
আগুন ঝড়তো প্রতিটি বাক্য বিনিময়ে
আমি তাদেরও দেখিনি
দেখেছি মায়ের মুখের নির্মল হাসি।
শিশুর মুখে মধুর মা ডাক
যা কিনা রফিক, ছালাম
বরকত,জব্বার,শফিউরের রক্তের দাম।
বাংলার বুকে চির অম্লান
১৯৫২ সালের বাংলা ভাষা
আন্দোলনে লাখো শহীদের অবদান।