শৈশবের খেলা
আগের মতো কাদামাটি'য়
খেলতে ভালো লাগে না,
খোকা-খুকির খেলনা দেখে
খেলার ইচ্ছে জাগে না।
আগের মতো ছোট্ট শিশুর
মিষ্টি ছড়া পড়ি না,
মগ ডালে ঠিক পাখির ছানা
পাড়তে গাছে চড়ি না।
আগের মতো বৈশাখে আর
রঙিন ঘুড়ি উড়াই না,
বকুল, বেলি, কদম তলে
ফুলের পাপড়ি কুড়াই না।
আগের মতো সবার সাথে
শাপলা-শালুক তুলি না,
সুযোগ পেলে আগের খেলা
খেলতে কিন্তু ভুলি না।