মুক্তিযোদ্ধা
এভাবেও একদিন শীত এসে দাঁড়িয়েছিল
আর কনকনে ঠাণ্ডা জলের মধ্যে
কচুরিপানার ভিড়ে মিশে
বন্দুক হাতে, ওরা দাঁড়িয়েছিল।
বাংলা মায়ের একদল দামাল ছেলে
হানাদার বাহিনী এলে উড়িয়ে দেবে বুলেটে
ওদের হাতে যতই শক্তিশালী অস্ত্র থাক
মনের জোরটাই এখন আমাদের অস্ত্র।
মারব অথবা মরবো, দেশ স্বাধীন করবো
সূর্যের সামনে দাঁড়িয়ে সেদিন ‘পুঁইয়ে’ নেবে তাপ
তার আগে যত শীতকাতর রাত
তার আগে যত বৃষ্টিভেজা দিন।
শেকলের মতো চারপাশে পায়ে পায়ে গায়ে গায়ে
এঁটে থাকবে,পরাধীন
আমাদের মনে মনে জারি থাকবে, শেকল ভাঙার গান
জীবন্ত স্বপ্ন জাগিয়ে রাখে কঠিন বাস্তবতায়।