Skip to content

৮ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুনের জয়গান

মুছে যাক পুরনো দিনের সব ব্যথা,
নব ফুলের সুবাসে ভরে উঠুক হেথা।
দুঃখ-গ্লানি ভুলে ভালো কাটুক দিন,
সব প্রাণে বেজে উঠুক সুখের বীণ।

 

নব সূর্যের আলোয় হাসে ভোর,
কেটে যাক বিষাদময় তিক্ত ঘোর!
প্রীতির বন্ধনে আবৃত হোক ধরা,
পিষে যাক অতীতের দুঃখ-খরা!

 

পুরনো যা আছে তা পুরনোই থাক,
সকলের নেক আশা পূর্ণতা পাক।
মাথা উঁচু করি সবে ব্যর্থতা ভুলে,
সফলতার ঘ্রাণ নিয়ে প্রস্ফুটিত ফুলে।

 

সবার মাঝে ছড়িয়ে পড়ুক আলো,
পুরো বছর যেনো কাটে খুব ভালো।
আজি এই দিনে মন করে আনচান,
এসো সবে গাই আজ নতুনত্বের গান!

 

ডুবে যাক দুঃখ-ব্যথা জেগে থাক হর্ষ,
ভালো কাটুক সকলের নতুন এই বর্ষ।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ