Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বসন্ত, প্রতীক্ষা ও দীর্ঘশ্বাস

আমি উত্তরের হাওয়ায় কান পেতে রাখি
নতুন পাতা ও ফুলের উৎসবে ফাগুন আসে
আমি মায়া দিয়ে কুঞ্জ সাজাই;
সেই মানুষের ফেরার পথে আমার দু’চোখ বাঁধি
শেষ বিকেলে নদীর তীরে বসি সবুজ ঘাসে।

হঠাৎ একদিন বসন্ত রেগে-মেগে আমাকে জিজ্ঞেস করে
‘সে কি তোমাকে ভালোবাসে?
আদৌ ভালোবেসেছিল কোনো কালে?’
ঝরা ফুলের ওপর আমি বসে থাকি নিরুত্তর
অতঃপর আমি রোজই খুন হই- চাপা দীর্ঘশ্বাসে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ