অনুস্মৃতি
তোমার স্মৃতি না হয় একটু
আমার প্রাণে থাকুক
ওষ্ঠদ্বয়ের ঘ্রাণটি তোমার
আঁধার রাতে আসুক।
স্বপ্ন আমার হারিয়ে যাক
স্বপ্ন হয়েই ভাসুক
কপাল বাওয়া চুলের ছোঁয়া
না হয় গালে লাগুক।
শীতলপাটি বিছিয়ে দিয়ে
গল্প না হয় বলুক
মন-পাগলার এমন ইচ্ছে
না হয় পূর্ণ হউক।
কষ্ট আমার প্রহর জুড়ে
মোমের মতো গলুক
লোনা জলের বানে না হয়
বালিশখানা ভিজুক।
একলা মনে একলা ক্ষণে
তোমার কথাই ভাবুক
আমায় ছাড়া তোমার মনটি
তোমার মতোই চলুক।