Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হেমন্তের স্বরূপ

শরৎ ঋতুর শেষে
হিমেল হাওয়ায় ভেসে
পাকা ধানের মধুর ঘ্রাণে
হেমন্তকাল জাগলো প্রাণে
সোনার বাংলাদেশে।

পাখপাখালির গানে
শিশির ধুয়া ধানে
কৃষাণ ভাইয়ের মনের ঘরে
সকাল বিকাল সন্ধ্যা পরে
খুশির জোয়ার আনে।

ধানকাটা মওসুমে
কে আর থাকে ঘুমে
খুব সকালে মাঠে গিয়ে
লোহার দাঁড়াল কাস্তে দিয়ে
ধানের শরীর চুমে।

গাঁয়ের বধূ যারা
বানায় পিঠা তারা
নতুন ধানের মজার পিঠা
খেতে লাগে ভীষণ মিঠা
জাগায় প্রাণে সাড়া।

হেমন্ত গৌরবে
নবান্ন উৎসবে
ইষ্টি আসে মিষ্টি নিয়ে
হরেক পিঠার বৃষ্টি নিয়ে
কার্তিক এবং অগ্রহায়ণ
এই দুটি মাস রবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ