শীতের আগমন
শীত এসেছে বাটে বাটে
শীত এসেছে হাটে
মটর লতায় শীত এসেছে
ফসল ভরা মাঠে।
শীত এসেছে বন বাদাড়ে
ছোট পাখির বাসায়
শীত এসেছে কুঁড়ে ঘরে
উঁচু দালান কোটায়।
শীত এসেছে পল্লীমেয়ের
উড়ো উড়ো মনে
হলুদ গাঁদা ফুল গোঁজে দেয়
কালো চুলের সনে।
আহমাদ কাউসার প্রকাশ:
শীত এসেছে বাটে বাটে
শীত এসেছে হাটে
মটর লতায় শীত এসেছে
ফসল ভরা মাঠে।
শীত এসেছে বন বাদাড়ে
ছোট পাখির বাসায়
শীত এসেছে কুঁড়ে ঘরে
উঁচু দালান কোটায়।
শীত এসেছে পল্লীমেয়ের
উড়ো উড়ো মনে
হলুদ গাঁদা ফুল গোঁজে দেয়
কালো চুলের সনে।