হৃদয়ে মুক্তিযুদ্ধ
আমার হৃদয়ে মুক্তিযুদ্ধ
মুখে বাংলা ভাষা
ভালবাসার প্রিয় বাংলা
সবার চেয়ে খাসা।
আমি কান পেতে শুনি
স্বাধীনতার মর্মবাণী
মেঘনা সুরমা কালনী
প্রিয় স্বদেশ ভূমি।
লাল সবুজের রঙে আঁকা
মোদের প্রিয় পতাকা
এদেশেরই আলো বাতাসে
নিত্য বেঁচে থাকা।
এদেশেরই মাটির মায়ায়
বেড়াই হেসে খেলে
এদেশেতেই মরণ বাঁচন
মা মাটিরই কোলে।