স্বপ্নে পাওয়া
কাঁটাতার কালোরেখা দুপারে মশাল
মানুষের হাত ধরে মানুষ ভাঙছে দেওয়াল
ভাঙতে ভাঙতে একদিন
ভূমাতার অন্ন, ভূমাতার জল
লজ্জা নিবারণে সকলের, আবরণ বল্কল
এভাবেই মুছে যাবে ধর্ম, রাষ্ট্র, সীমানা
মানুষ এসেছে পৃথিবীতে আগে
গণ্ডি কাটা, ধর্ম না
মাথার ওপর ঠাঁই, সোনার ফসল ফলায়
ভূমিষ্ঠ শিশুর, ভূমি হবে শুধু মানুষের, মানবতার