মায়ের ভাষা
মনের কথা ব্যক্ত করি
স্বপ্ন রঙিন আশা
সেই ভাষাটি রক্তে কেনা
সোনার চেয়ে খাসা।
কৃষাণ শ্রমিক মজুর মুটে
এ ভাষাতেই লিখে
পাঠশালাতে খোকাখুকি
এই ভাষাটি শিখে।
এ ভাষাতেই মা-জননী
করে আমায় আদর
স্নেহভরা গালি দেয় মা
বলে ওরে,বাদর।
আহমাদ কাউসার প্রকাশ:
মনের কথা ব্যক্ত করি
স্বপ্ন রঙিন আশা
সেই ভাষাটি রক্তে কেনা
সোনার চেয়ে খাসা।
কৃষাণ শ্রমিক মজুর মুটে
এ ভাষাতেই লিখে
পাঠশালাতে খোকাখুকি
এই ভাষাটি শিখে।
এ ভাষাতেই মা-জননী
করে আমায় আদর
স্নেহভরা গালি দেয় মা
বলে ওরে,বাদর।