চাষাভুষার কাব্য
অবহেলায় বলছো যাকে
ছোটলোক আর চাষাভুষা,
সেই তো তোমার অন্ন যোগায়
সেই তো বুঝে মাটির ভাষা।
সেই তো চিনে ঋতুর চক্র
মাটি ও জল- আবহাওয়া,
সেই তো মিটায় ক্ষুধার জ্বালা
দেশ ও দশের পেটের চাওয়া।
চাওয়া পাওয়ায় মূর্খ তুমি
গরীব তুমি তোমার ভাবনায়
তোমার বসত শতক কাঠায়
গুটিকয়েক অট্টালিকায়।
চাষা জানে প্রেমের অংক
মাটিকে সে বাঁধে প্রাণে,
দেশটাকে সে মা মেনেছে
শস্য ফলায় মায়ার ধ্যানে।