অপরিমেয়

সমুদ্রের গভীরতা যতটুকু অপরিমেয়
ততই আমার চাওয়ার পরিমাণ,
আকাশে ফুটন্ত যতগুলো তারকারাজি
আমার ভালোবাসা তার সমান।
সূয্যের অভিমুখে রয়েছে যতটা উত্তাপ
ততটা পুড়ে রেখেছি পরিশুদ্ধ প্রেম,
পাখিদের কণ্ঠে রয়েছে যতটা মধুর সুর
ঠিক ততখানি আহ্লাদে বাঁধি ফ্রেম।
ফুলের সুবাসে যতটুকু বিমোহিত মনটা
এই আবেগ গুলে বানিয়েছি অমৃত,
কালবোশেখী ঝড়ে দুমড়ে মুচড়ে গেলেও
নড়চড় হবে না এই অনুভূতির ভীত।
শিশিরের জলে যতখানি শীতল হয়েছে
রুক্ষতা সহ্য করা সে দূর্বাঘাসের বুক,
তোমার একটুখানি যত্ন আমি খুঁজে পায়
শতেক অবহেলার মাঝেও পরম সুখ।