বিপন্ন মানবিক বন্দর
উদ্ভট ভাবনায় জন্মে পাগলা ঘোড়া
দাপিয়ে ধূলি ওড়া আর খটমট শব্দতরঙ্গ
এসবে মুক্তির ঠিকানা নেই।
মনুষ সবাই মুক্তিকামী।
একটি অভিন্ন সাদাগোলাপের জন্য আহাজারি আর রক্তস্রোতে
দাফন করা হয় মানবিক জাতীয়তা।
গড়তে গিয়ে যদি ‘ভাঙা’ দিয়ে শুধু গেঁথে যাই
বেজন্মা স্বার্থের পথ, বলো, তাহলে কীভাবে
হাঁটবে আমাদের অখণ্ড জাতিসত্ত্বা?
কীভাবে টিকে থাকবে নগর ও নাগরিক ইতিহাস?
মানবপ্রেমের শিল্পিত কবিতা?