লাল সবুজের স্বপ্নগাথা
সাবিনা সানজিদা আর কৃষ্ণা
আছে আরও একজন মারিয়া
নারী সাফ চ্যাম্পিয়নের ট্রফিটা
ছিনিয়ে আনল বাংলার মেয়েরা,
আমাদের চৌকস রত্ন বাঘিনীরা
রচিল যে আজ সেরার গল্পটা
দিনটা ছিল শুধুই আমাদের
এনে দিল তাই কাঙ্ক্ষিত জয়টা,
স্বপ্ন জয়ের পথে আরও একধাপ
এগিয়ে গেল সোনার মেয়েরা
লাল সবুজের এই স্বপ্নগাঁথায়
আবেগে আপ্লুত গর্বিত আমরা।
অনন্যা/এসএএস