রবি ঠাকুর

শিলাইদহে আজ মেঘ
জোড়াসাঁকোতে আজ রোদ্দুর
আমরা কার হাত ধরবো তবে
মাঝখানে বুক চিরে আছে বেদনার সুর
আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয় না
এখানে বাতাসে শুধু দহন
বুক কেঁপে ওঠে, চোখ জ্বলে যায়
জারি থাকে,তবু সংবহন
ধুলোফুল পথে পথে,গোবরেও ফোটে
ওদের কিরণ নিয়ে, দিগন্ত রাঙিয়ে ওঠে
আলোতে দেখতে শিখি,আঁকাবাঁকা পথ
তুমি এসে জুড়ে দাও,জীবন শপথ
ওপারে ছড়ানো সুতো, ঘুড়ি এপারে
ঝগড়া বিবাদে বাঁচি, জল ভাগাভাগি করে
হঠাৎ হঠাৎ দেখি কোথাকার জল
সময়ে, কোথায় এসে গড়ায়
তোমার আকাশে এসে, বুক পেতে দিয়ে
যেমন মিলে যায়,একটায় সমুদ্দুর
অনন্যা/জেএজে