বাঁচার অধিকার
দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতি
কি বলবোরে ভাই,
কৃষক মোরা মরছি ধুকে
কেনার সাধ্য নাই।
কিনতে গেলে দ্বিগুণ মূল্য
বেচতে গেলে নাই,
কষ্ট করে জীবন চলে
বাঁচার জন্য খাই।
উৎপাদন খরচ বেড়ে গেল
কষ্ট হলো ছাই,
না খেয়ে আজ মরছি মোরা
দেখার কেহ নাই।
মরার উপর পড়লো ঘাড়ে
তেলের বৃদ্ধি দাম,
মাছ মাংস আর নিত্যপণ্যের
নাই কোনো লাগাম।
গরিব থেকে মধ্যবিত্ত
নাইরে কেহ সুখে,
কষ্টের বোঝা মাথায় নিয়ে
মরছে ধুকে ধুকে।
ঋণের বোঝায় মরছি আজি
যাবার জায়গা নাই,
উন্নয়ন দিয়ে কি করব ভাই
বাঁচার অধিকার চাই।
অনন্যা/ জেএজে