বাসন্তী রঙ দিকে দিকে
ফাগুন দিনের আগুন লাগা ভোর,
মন রাঙিয়ে যাচ্ছে নিয়ে কোন সে বহুদূর!
সুখের পিদিম জ্বলছে নতুন রূপে,
বাসন্তী রঙ শাড়ির ভাঁজে স্বপ্ন খেলে চুপে।
কোকিল ডাকা সময়গুলো সব,
মনের মাঝে নিত্য করে প্রণয় কলরব।
কৃষ্ণচূড়া, শিমুল, পলাশফুল,
ভালোবাসার পরশ দিয়ে আনন্দে মশগুল।
গাছে গাছে নতুন পাতার ঘ্রাণ,
বটের তলে মাতাল হাওয়ায় গাইছে রাখাল গান।
শান্তি-সুখের ঝড় এসেছে ওরে,
এমন দিনে শহিদ ভাইয়ের কথাও মনে পড়ে।
বসন্ত আজ স্বপ্ন দেখার নীড়,
দিকে দিকে বাসন্তী রঙ রমণীদের ভিড়।
প্রাণে প্রাণে জাগছে শিহরণ,
প্রণয়যুগল পার্কে ঘুরে ভীষণ সযতন।
রবীন্দ্র সংগীতের সুরে সুরে,
মনটা শুধুই দূর আকাশে ছন্নছাড়া উড়ে।
সবার মাঝে থাকুক রঙিন দিন,
বসন্ত হোক ভালোবাসার সঙ্গী সীমাহীন।