প্রকৃতির শাসন
অদৃশ্য এক ভাইরাস সবার দুয়ারে দুয়ারে ঘুরছে,
মহামারী করোনাতে বিশ্বব্যাপী অনেক মানুষ মরছে।
টিভি খুললেই মৃত্যুর সংখ্যার দিকে যায় চোখ,
ভয়ে, আতংকে, উৎকণ্ঠায় কেঁপে উঠে আজ বুক।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস করছে প্রভাব বিস্তার,
কোথাও পালিয়েও যেন পাওয়া যায়না নিস্তার।
কতদিন থাকবে এ করোনা ভাইরাস জানা নেই কারও,
কত প্রিয়জন গেল চলি,জানিনা যাবে কত আরও।
থমকে যাচ্ছে জীবন করোনার বিষাক্ত ছোবলে,
সব চেষ্টা, সব আবিষ্কার যেন ব্যর্থ হচ্ছে প্রকৃতির শাসনে।
লাশের মিছিল দেখে বাঁচার ইচ্ছে গুলো যেন হয়ে যাচ্ছে ফিকে,
স্বজন হারানো পরিবারগুলো যেন হচ্ছে পাথর শোকে।